দ্য সিলেট

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২

৭-১০ ডিসেম্বর এর মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

দ্য সিলেট ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য সময়ের মতোই স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে আজকের বৈঠকে নতুন করে বেগম খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত বিষয়ে দলের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ কথা বলবেন।

এদিকে, একটি সূত্র জানিয়েছে তারেক রহমান দেশে ফেরার সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। ৭-১০ ডিসেম্বর এর মধ্যে তিনি দেশে ফিরতে পারেন। সে অনুযায়ী সকল প্রস্তুতি নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ