দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

শনিবার হচ্ছে না সিলেট চেম্বার নির্বাচন

দ্য সিলেট প্রতিবেদন:

সিলেট চেম্বার লগো

আগামী শনিবার (১ নভেম্বর) পূর্বঘোষিত তারিখে হচ্ছে না ‘দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ এর নির্বাচন। বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক সাঈদা পারভীন। আদালতের নির্দেশনা আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

একটি রিট আবেদনের প্রেক্ষিতে সিলেট চেম্বারের নির্বাচনের স্থগিতাদেশ গত বুধবার খারিজ করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

এদিকে, রিটকারী সিলেট সম্মিলিত ব্যাবসায়ী পরিষদ এর সভাপতি প্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ গতকাল বুধবার রাতে নগরীর হোটেল স্টার প্যাসিফিকে সংবাদ সম্মেলন করে ১ নভেম্বরই (শনিবার) নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

এ বিষয়ে সিলেট চেম্বারের প্রশাসক পারভীন বৃহস্পতিবার বিকেলে দ্য সিলেটকে বলেন, ‘নির্বাচনের স্থগিতাদেশ হয়েছে এটা আমরা জেনেছি তবে হাইকোর্টের অফিসিয়াল আদেশের চিঠিটি আমরা এখনো হাতে পাইনি। যদি আদেশের কপিটা আমাদের কাছে চলে আসে তখন আমরা নির্বাচনের কার্যক্রম নিয়ে এগিয়ে যেতে পারব। এখন পর্যন্ত এমন কিছু আমাদের কাছে আসেনি।’

এ অবস্থায় শনিবার (১ নভেম্বর) নির্বাচন আয়োজন সম্ভব নয় জানিয়ে সাঈদা পারভীন বলেন, সময় হাতে আছে দুইদিন এই দুই দিনে বৃহৎ একটা ব্যবসায়ী সংগঠনের নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তবে আদেশের কপি হাতে পেলেই আমরা দ্রæত পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন আয়োজন করতে পারব।

একই কথা বলেছেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। তিনি বলেন, আমরাও এখনো হাইকোর্টের আদেশের কপি পাইনি, এছাড়া এটি প্রথমে আসবে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসকের কাছে তারপর আমরা পাব। সেজন্য এখনো নতুন কোন সিদ্ধান্ত হয়নি আমরাও চিঠির অপেক্ষা করছি।

উল্লেখ্য, আগামীকাল শনিবার সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী হয়েছিলেন। তবে গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন ১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডকে জানানো হয়।

পরবর্তীতে চেম্বার নির্বাচনের দুই প্রতিদ্বন্ধী প্রার্থী প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ফোরাম হাইকোর্টে নির্বাচনের স্থগিতাদেশ নিয়ে রিট করলে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন আয়োজন করার অনুমতি দেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ