দ্য সিলেট প্রতিবেদন:

সিলেটে নগদ এজেন্টদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন-, কক্সবাজার জেলার মহেশখালী থানার চিকনীপাড়া গ্রামের মো. হোসাইনের ছেলে মো. ওসমান গনি (২১), এবং সোনারপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে মো. ফরহাদ আহাম্মদ (২২)।
গোয়েন্দা সূত্রে পুলিশ জানতে পারে, ৮ জুলাই এক প্রতারক চক্র সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে কৌশলে দোকানদারের অজান্তে তাদের নগদ অ্যাকাউন্টের পিন সংগ্রহ করে নেয়। এরপর ওই পিন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে একাধিক ই-ট্রানজাকশন করে প্রতারকেরা দোকানদারদের অ্যাকাউন্টে থাকা টাকা আত্মসাৎ করে।
সিলেট নগরীর মদিনা মার্কেটের ব্যবসায়ী সৌরভ রায় শুভ এবং শাহজালাল গেইটের ব্যবসায়ী মো. সাইদুর রহমান জানান, তাদের দোকান থেকে প্রতারকরা যথাক্রমে ৩০ হাজার এবং ৪৯ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে গত বুধবার হযরত শাহজালাল (রহঃ) মাজার এলাকা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি অনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন ফোন, নগদ ৪০ হাজার ৫শ ৪০ টাকা এবং ১২টি মোবাইল ফোন সিম জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।