দ্য সিলেট প্রতিবেদন ||

মৌলভীবাজারের জুড়ীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ফুলতলা চা-বাগানের এলবিনটিলা ফাঁড়ি বাগানে এ ঘটনাটি ঘটে।
তাদের শিশুসন্তান লিটন বুনারজি (৮) জানায়, সকালে ঘুম থেকে উঠে সে দেখে, ঘরের মেঝেতে তার মা সারি বুনারজি (৩৮) মৃত অবস্থায় পড়ে আছেন। এরপর ঘর থেকে বেরিয়ে শিশুটি দেখে, রাস্তায় তার বাবা দিলীপ বুনারজিও (৪৭) মৃত অবস্থায় পড়ে আছেন। পরে সে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সারি বুনারজি ও দিলীপ বুনারজির বাড়ি এলবিনটিলা ফাঁড়ি বাগানের ১২ নম্বর লাইনে। তারা সারি বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন।
এলবিনটিলা ফাঁড়ি বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি হরগোবিন্দ গোস্বামী বলেন, সকালে তাঁদের ছেলে লিটন তার মাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। এরপর বাবাকে খুঁজতে গিয়ে তাকে বাড়ির সামনের রাস্তায় পড়ে থাকতে দেখে। দুজনকে ডেকে কোনো সাড়া পায়নি।
জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা (স্বামী-স্ত্রী) বিষপানে আত্মহত্যা করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাদের মুখে দুর্গন্ধ পাওয়া গেছে। এ ছাড়া তাদের ঘরের সামনে বিষের একটি খালি বোতলও পড়ে থাকতে দেখা গেছে।