দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

বিজয়নগরে সংঘবদ্ধ ডাকাতদলের ৮ সদস্য গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি |

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে এই চক্রটি বিভিন্ন সময় নাসিরনগর, বিজয়নগর ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল।

বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, গত ৩ জুলাই রাত পৌণে তিনটার দিকে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজার সংলগ্ন রামপুর ব্রিজের উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে আমিসহ এসআই অলী উদ্দিন ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে বিজয়নগরের একটি নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- জলিল মিয়া (৩৪), শাহ আলম (২৬), মনির মিয়া (২১), বিধান সরকার (২১), লাল বাদশা ওরফে জামাল (৩২), মো. গাজীউর রহমান (৩৫), আবুল কাশেম (২৬) ও ফয়েজ মিয়া (২২)। তারা সবাই নাসিরনগরে বাসিন্দা বলে জানা গেছে।

এই চক্রটি বিভিন্ন সময় দেশীয় অস্ত্রসহ রাতের আঁধারে চলাচলরত যাত্রী ও পথচারীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত বলে পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ জুন রাতে কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া মোড় থেকে ভলাকুট যাওয়ার পথে বেরুইন এলাকায় রাত ১০টার দিকে তিনজন যাত্রীর পথরোধ করে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল জানান, এই চক্রের আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছে বলে আমরা জেনেছি। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ