দ্য সিলেট প্রতিবেদন:

পূর্বঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে জেলা প্রশাসকের অপসারণের দাবি থেকে সরে এসেছে সিলেট জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তবে দাবির তালিকায় নতুন করে বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধের দাবি যুক্ত করা হয়েছে। এসব দাবিতে শনিবার সকাল ৬টা থেকে জেলার সর্বত্র পণ্য পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে।
ধর্মঘটের কারণে জেলার বিভিন্ন সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আজ সকাল সর্বত্র ধর্মঘট পালন হতে দেখা যায়।
দাবিগুলো হলো- পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে এবং বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে।
সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, সিলেট জেলার সকল মালিক-শ্রমিক এক হয়ে এই আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হলে সিলেট জেলার সকল গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।
এর আগে গত বুধবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।