দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন

দ্য সিলেট প্রতিবেদন |

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জন বাংলাদেশ নাগরিককে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বৃহস্পতিবার ভোরে বিজিবি জওয়ানরা তাদের আটক করে।

এ নিয়ে মৌলভীবাজারে পুশইনের ঘটনায় ৪৫২ জন বিজিবির হাতে আটক হয়েছেন।

বিজিবি জানায়, আজ ভোরে বড়লেখার পাল্লাথল পুঞ্জি নামকস্থান হতে ৪৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ জন এবং শিশু ১৮ জন রয়েছেন।জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের বাড়ি কুড়িগ্রাম ও যশোর জেলায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের বাড়ি বাংলাদেশ কুড়িগ্রাম ও যশোরের দিকে। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। পরিচয় নিশ্চিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ