বিয়ানীবাজার প্রতিনিধি |

সিলেটের বিয়ানীবাজারে ভাতিজির আত্মহত্যার খবর শুনে হার্ট অ্যাটাকে চাচীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে এ ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, মঙ্গলবার বিকালে আনুমানিক ৫টার দিকে দিকে অজ্ঞাত কারণে বিষপানে আত্মহত্যা করেন সেলিম উদ্দিনের মেয়ে শিপা বেগম (২২)। এ খবর শুনে চাচী ফুলেছা বেগম বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া (হার্ট অ্যাটক) বন্ধ হয়ে তিনি মারা গেছেন। একই পরিবারের দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য শিপার লাশ বুধবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত করছে।