দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

বুধবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

দ্য সিলেট প্রতিবেদন ||

ছবি: সংগৃহীত।

আগামীকাল বুধবার (০২ জুলাই) সিলেট মহানগরের ১১ এলাকায় বিদ্যুৎ থাকবে না। উন্নয়নকাজের জন্য এসব এলাকায় ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন প্রকৌশলী শামস-ই-আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি উপশহর ফিডার, ১১ কেভি সেনপাড়া ফিডার ও ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন সেনপাড়া, লাকড়ীপাড়া, হাতিমবাগ, শিবগঞ্জ (আংশিক), ভাটাটিকর, সাদিপুর, লামাপাড়া, গোলাপবাগ, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশে-পাশের এলাকা সমূহে বুধবার ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ