দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

টিনশেডের ঘরে মজুদ ছিল সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য

দ্য সিলেট প্রতিবেদন:

সুনামগঞ্জের সীমান্তবর্তী হরিনাপাটি গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি। রোববার (৩০ জুন) রাত আড়াইটার দিকে ওই গ্রামের একটি টিনশেড গোডাউনে অভিযান চালায় টাস্কফোর্স। সেখানে পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য মজুদ করে রাখা হয়েছিল।

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৫৪ লাখ টাকা। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪,২৮৬ পিস ভারতীয় শাড়ী, ১৩ পিস লেহেঙ্গা, ৪,৯৯২ পিস কসমেটিকস সামগ্রী এবং ২০,১২০ পিস চকলেট।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এ অভিযানে নেতৃত্বে দেন।

বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাসমূহ সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ