দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

হিরো আলমের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন রিয়ামনি

দ্য সিলেট ডেস্ক:

ছবি: সংগৃহীত।

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাকে অচেতন অবস্থায় বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

হিরো আলমের অসুস্থতার খবর শুনে ধনুটে ছুটে যান স্ত্রী রিয়া মনি। সেখান থেকে ঢাকার কাছে একটি বাসায় নিয়ে আসেন। রোববার রিয়া মনি এক ফেসবুক পোস্টে হিরো আলমকে ভালো রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ওই পোস্টে একগুচ্ছে ছবিভাগ করে লিখেছেন, ‘একটা সম্পর্ক ভেঙে দেওয়া খুব সহজ। কিন্তু একটি সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। ভালোবাসার অপর নাম হয় যদি ভালো রাখা তবে আমি তোমাকে ভালো রাখতে চাই।’

এরপরই দেখা গেছে হিরো আলম ও রিয়া মনির একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে সমুদ্র পাড়ে দুইজন রোমান্টিক রূপে ধরা দিয়েছেন। ওই ভিডিওতে দেখা যায়, কখনও হিরো আলমের বুকে মাথা রেখে, কখনও দুইজন দুইজনের হাত ধরে পানির স্রোতের সঙ্গে আনন্দে মেতেছেন।’

এদিকে গত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান। এরপর ঘুমের ওষুধ সেবন করেন। সকালে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ