দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি’র সভাপতিসহ ৯ জন কারাগারে

দ্য সিলেট প্রতিবেদন |

ছবি: সংগৃহীত।

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৯ জুন) সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামিদের আইনজীবী। তবে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন জানান, আসামিরা এর আগে উচ্চ আদালতের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তারা সিলেট আদালতে হাজির হন।

প্রসঙ্গত গত ২৭ মার্চ রাত ১২টার দিকে জৈন্তাপুরের হরিপুর বাজারে সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে নিয়ে আসার পথে একদল লোক সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনা সদস্য আহত হন। এসময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।

ঘটনার পরদিন জৈন্তাপুর থানায় ৭০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ