দ্য সিলেট ডেস্ক |

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত ফজর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফজর আলী মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক জনরোষ তৈরি হয় এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেছেন। ওই মামলায় ফজর আলীকে প্রধান আসামি করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনানগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মূল অভিযুক্ত ফজর আলীকে আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।
এর আগে ধর্ষণের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো- পাঁচকিত্তা গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু।