দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

চাঁদা না পেয়ে দুই ভাইকে যুবলীগ নেতার ছুরিকাঘাত

দ্য সিলেট ডেস্ক |

ছবি: প্রতীকী।

সুনামগঞ্জ শহরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুই ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আল আমীন ও ইসমাইল পৌর শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জ শহরে শহীদ মিনার এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন আমীন ও ইসমাইল। ওই এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা তুলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা ও যুবলীগকর্মী সুহেল মিয়া। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বৃহস্পতিবার কাপড় ব্যবসায়ী বিল্লাল আহমদকে মারধোর করেন শহরের উত্তর আরফিন নগরের বাসিন্দা সুহেল ও তাঁর ভাই রয়েল।

শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ী বিল্লালের অপর দুই ভাই আল আমীন ও ইসমাইল ট্রাফিক পয়েন্ট এলাকায় গেলে পথ আটকে রাখেন যুবলীগকর্মী সুহেল ও তাঁর ভাই রয়েলসহ কয়েকজন যুবক। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হলে সুহেল ও তার লোকজন আল-আমীন ও ইসমাইলের উপর হামলা করে। এসময় দুই ভাইকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সালাউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় আল আমীন ও ইসমাইল নামের দুইজন হাসপাতালে আসনে। ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তাঁর কোমরের পেছনে একাধিক ছুরিকাঘাত রয়েছে।

ব্যবসায়ী বিল্লাল মিয়া বলেন, ‘আমি শহীদ মিনার এলাকায় ছোটখাটো কাপড়ের দোকানের ব্যবসা করি। সুহেল আমার কাছে দৈনিক ২০০ টাকা চাঁদা দাবি করে আসছে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাকে তারা মারধর করে। শুক্রবার সন্ধ্যায় আমার দুই ভাইয়ের উপর তারা হামলা করে। আমার ছোটভাই ইসমাইল সংকটাপন্ন। আমি এর বিচার চাই।’

সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ