দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটে চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দ্য সিলেট প্রতিবেদন |

ছবি: সংগ্রহ।

সিলেটের তারাপুর চা-বাগানে দুর্জয় মোদী (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় নিজ বসতঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

তিনি তারাপুর চা-বাগানের সুমন মোদীর ছেলে এবং ওই চা বাগানে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুর্জয় মোদীকে তার বসতঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি
জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্জয় মোদী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ