দ্য সিলেট ডেস্ক |

গত ৭ জুন থেকে দেশজুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহনীয় ও অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে মানুষ। অপেক্ষা এক পশলা বৃষ্টির। তবে বৃষ্টি নিয়ে আপতত কোনো সুখবর নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান এ তাপপ্রবাহ আগামী ১৬ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর আগে তাপপ্রবাহের আওতা কমতে, বাড়তে পারে। টানা ভারি বর্ষণ না হলে পুরোপুরি তাপপ্রবাহ কমবে না।
এদিকে এক সাপ্তাহের বেশি সময় ধরে সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের মাত্রা শুক্রবার আরও বেড়েছে; ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রাবহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল (শনিবার) দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। তবে টানা ভারি বর্ষণ না হলে পুরোপুরি তাপপ্রবাহ কমবে না।
সংস্থাটি জানিয়েছে, ১৬ তারিখ থেকে সারা দেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা কমে গরম কমতে পারে।
শুক্রবার (১৩ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ডিমলায়।