দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

দেশে আরো ১৩ জনের শরীরে করোনা

দ্য সিলেট ডেস্ক :

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা পরীক্ষায় আরও ১৩ জনের নমুনায় করোনাভাইরাস মিলেছে। তবে এসময়ে এ ভাইরাসটিতে আক্রন্ত কারও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জনে।

মঙ্গলবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘন্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এরপর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম এক চিকিৎসকের মৃত্যু হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ