দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

দ্য সিলেট প্রতিবেদন :

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে দেড় কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার সকালে গোয়াইনঘাটের তামাবিল, প্রতাপপুর এবং বিছনাকান্দি বিওপি অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। বজিবি জানিয়েছে আটক মালামালসমূহের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৯৭০ টাকা।

আটক মালামালসমূহের মধ্যে রয়েছে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, গরু, বিভিন্ন প্রকার ইনজেকশন, বিভিন্ন প্রকার ট্যাবলেট, জেল, জিরা এবং মদ।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ