দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

মমতাজের স্বামী কয়জন; জানতে চাইলেন পিপি, থামালেন বিচারক

দ্য সিলেট ডেস্ক ||

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সাগর নামের এক যুবককে গুলি করে হত্যার মামলায় ৪ দিনের রিমান্ড শেষে সাবেক এমপি মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রিমান্ড শেষে শনিবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে তাকে হাজির করে পুলিশ। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানিকালে পিপি জানতে চান মমতাজের স্বামী কয়জন-নাম কী।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী মমতাজকে জিজ্ঞেস করেন বলেন তো, আপনার বাপের নাম কী, স্বামী কয়জন। স্বামীর নাম কি? এ সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলার বিষয়ে কথা বলতে বলেন।

এসময় জামিনের বিরোধিতা করেন পিপি ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, মমতাজ বেগম সাধারণ রাস্তা থেকে পার্লামেন্টে গিয়ে পৌঁছেছেন। পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় গানের জলসা বসাতেন, বিরোধীদের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য দিতেন। সংসদকে কলুষিত, কলঙ্কিত করেছেন।

এর আগে গত ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই বাসার আত্মগোপনে ছিলেন। পরদিন ১৩ মে আদালতে হাজির করে জিজ্ঞাসার জন্য তাকে রিমান্ডে চায় পুলিশ। পরে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ