দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

হবিগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃ’ত্যু

দ্য সিলেট ডেস্ক ||

প্রতীকী ছবি

হবিগঞ্জে সাপের কামড়ে এক শিশুর (৮) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের উমেদনগর বান্দেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাসমিন আক্তার একই এলাকার ফজল শাহের মেয়ে। সে উমেদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে বাড়ির আঙিনায় বসে মোবাইল ফোন দেখছিল তাসমিন। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়।

পরে স্বজনেরা তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

হবিগঞ্জ সদর থানার ওসি এ কে এম সাহাব উদ্দিন শাহিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ