দ্য সিলেট প্রতিবেদক ||

সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের অধীনে ১৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৪ মে) সকালে দ্য সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই আলাউদ্দিন।
জানা গেছে, তার শারিরিক অবস্থা এখন অনেকটা ভালো। কেবিনে নেওয়ার পর তার সাথে কয়েকজন দেখা করেছেন এবং তিনি তাদের সঙ্গে কথাও বলেছেন।
উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেফতার করে পুলিশ। সবশেষ গত ৫ ফেব্রুয়ারি তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওইদিন তিনটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। এরপর থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন।