দ্য সিলেট

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

ব্রিফ করছেন এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এ নিয়ে দেশবাসীকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।

তিনি বলেন, ডাক্তারদের দেওয়া চিকিৎসা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করে পরিবার ও দলের পক্ষ থেকে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, সবার দোয়ায় এই যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।

এদিকে, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আজই ঢাকায় পৌঁছবেন। তাদের মতামতের ভিত্তিতে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন ডা. জাহিদ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ