দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটে বাসদের কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আটক

দ্য সিলেট প্রতিবেদক

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিলেট কার্যালয় থেকে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে নগরীর আম্বরখানা এলাকায় বাসদের কার্যালয় থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিরিকশা শ্রমিকরা শনিবার নগরীতে মিছিল করতে চেয়েছিলো। মিছিলের প্রস্তুতিকালে সন্দেহভাজন ২২ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

তবে বাসদ নেতাদের দাবি, পাঠচক্র চলাকালে কার্যালয় ঘেরাও করে তাদের ২২ নেতাকর্মীকে পুলিশ আটক করে নিয়ে আসে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যাটারিরিকশা শ্রমিকরা কর্মসূচী করতে চেয়েছিলো। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকা সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার দেখানো হয়।

বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর জানিয়েছেন, কার্যালয়ে আমাদের নিয়মিত পাঠচক্র চলছিলো। সেখানে আচমকা অভিযান চালিয়ে পুরো অফিস ঘেরাও করের ২২ নেতাকর্মীকে ধরে নিয়ে আসে পুলিশ।

এর আগে একই ইস্যুতে গতকাল শুক্রবার মধ্যরাতে নগরীর আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন আটক করে পুলিশ। ভাঙচুরের দুটি মামলায় তাকেও গ্রেফতার দেখানো হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ