দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৩

দ্য সিলেট:

ছবি: প্রতীকী

র‍্যাব-৯ এর পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৯ এর গণমাধ্যম শাখা ।

র‍্যাব জানায়, বুধবার সন্ধ্যায় গোলাপগঞ্জ থানার শ্রীরামপুর বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় চৌধুরী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশাকে থামতে সংকেত দেন র‍্যাব সদস্যরা। এ সময় গাড়িটি থামিয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে অটোরিকশা থেকে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় র‍্যাব।

আটকরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার মধ্যম কানিশাইল এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (৪০) এবং একই উপজেলার উত্তর কানিশাইল এলাকার ফিরোজ আলীর ছেলে মো. নাজিম উদ্দিন (২৫)।

র‍্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে। মামলা দায়ের করে তাদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গ্রেপ্তার কামাল ওরফে কালাম (৫৩) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর এলাকার আব্দুল হাই ভূইয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ ও র‍্যাব-৩ এর একটি যৌথ দল গত বুধবার দুপুর দেড়টার দিকে বাড্ডা থানাধীন মধ্যবাড্ডা এলাকায় অভিযান চালায়।

এ সময় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামালকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ