দ্য সিলেট ডেস্ক:

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রতীক হিসেবে ‘শাপলা’ চাওয়ার প্রেক্ষাপটে ‘শাপলা কলি’ নতুন প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হলো।
বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে।
ছাত্রদের নেতৃত্বে গড়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ‘শাপলা’ প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না বলে জানিয়ে আসছিল। এ নিয়ে দলটির শীর্ষ নেতৃত্ব ইসির ওপর ক্ষোভও প্রকাশ করছিল।
অবশেষে ইসি আগের তালিকায় সংশোধন এনে নতুন তালিকা প্রকাশ করল। এতে ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। যেখানে ‘শাপলা কলি’ নামে নতুন প্রতীক যোগ করা হয়েছে। নির্বাচন বিধিমালায় আগে শাপলা প্রতীক ছিল না।
১১৯টি প্রতীকের মধ্যে ৫৩টি নিবন্ধিত দলের জন্য ৫৩টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। আর বাকিগুলো সংরক্ষিত থাকবে নতুন দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য।


