দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সাদাপাথর লুট; কোম্পানীগঞ্জ বিএনপির সভাপতি সাহাব রিমান্ডে


দ্য সিলেট ডেস্ক :

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে নির্বিচারে লুটপাটের ঘটনার অভিযুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি (পদ স্থগিত) সাহাব উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পাল এই আদেশ দেন।

এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাহাব উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার রাতে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। তাঁর বিরুদ্ধে আলোচিত সাদাপাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে।

সাদাপাথর লুটপাটে সাহাব উদ্দিনের নাম আসায় গত ১১ আগস্ট তাঁর সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ