দ্য সিলেট

শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন, ১৪৩২
শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন, ১৪৩২

স্কলার্সহোম শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাধ্যক্ষের অপসারণ দাবি

দ্য সিলেট প্রতিবেদক :

এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্কলার্সহোম’র শাহী ঈদগাহ ক্যাম্পাসের উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরীর অপসারণ সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার সকালে ক্যম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের সাথে অংশ নেন অভিবাবকরাও। পরে দাবি পুরণে কতৃপক্ষ আশ্বাস দিলে সোমবার সকাল দশটা পর্যন্ত কর্মসূচী স্থগিত করেন তারা।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে শনিবার বিজ্ঞপ্তি দিয়ে রোববার স্কুলের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়।

গত বুধবার বিকেলে স্কলার্সহোম’র শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়াল (১৯)-এর মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

তবে আজমানের মায়ের অভিযোগ, প্রি-টেস্ট পরীক্ষায় ফেল করায় আজমাননকে অপমান করে স্কলার্সহোম কর্তৃপক্ষ। এছাড়া অভিভাবকদের ডেকে এনে অপমান ও কলেজ থেকে ছাড়তে প্রদান করা হয়।

আন্দোলনকারীরা গণমাধ্যমকে জানান, কলেজ অধ্যক্ষ আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা সোমবার সকাল পর্যন্ত সময় দিয়েছি। এই সময়ের মধ্যে দাবি পুরণ না হলে আবার আমরা আন্দোলনে নামবো।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো আজমানের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা; উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগ; শ্রেণিশিক্ষক শামীম হোসেন ও জ্যেষ্ঠ শিক্ষক তাইবার অপসারণ; শিক্ষার্থীদের হেনস্তা না করা; মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষায় অংশ নিতে বাধা না দেওয়া; কলেজের নোটিশ বোর্ডে বিবৃতি প্রকাশ করা; অভিভাবকের সঙ্গে অসদাচরণ বন্ধ ও শিক্ষার্থীবান্ধব নীতি গ্রহণ করা; পরীক্ষার রুটিন তৈরিতে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া; শিক্ষকদের ব্যক্তিগত আক্রোশ বন্ধ করা ও ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ব্যবস্থা করা।

তবে আজমান ও তাঁর পরিবারের সাথে খারাপ ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন স্কলার্সহোম’র শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী। তিনি বলেন, শিক্ষার্থীরা দেখা করে কিছু দাবি দিয়েছেন। আমরা এগুলো গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেব।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ