
দ্য সিলেট ডেস্ক :
দীর্ঘ আড়াই ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি হবিগঞ্জের লস্করপুর রেলগেটে আটকে যায়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, ট্রেনটিতে থাকা সহস্রাধিক যাত্রী প্রায় আড়াই ঘণ্টা ট্রেনের ভেতরে অপেক্ষা করেন। এ সময় সিলেটগামী পাহাড়িকা, সাতগাঁও ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনগুলোও শ্রীমঙ্গল এলাকায় আটকা পড়ে, যার ফলে তিনটি ট্রেনে থাকা প্রায় তিন হাজার যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।
শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, ‘ইঞ্জিনে ত্রুটি সারিয়ে দুপুর আড়াইটায় ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে এবং রেল চলাচল স্বাভাবিক হয়।’