দ্য সিলেট প্রতিবেদক:

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে একরাতে ৫৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোর ৪টা থেকে ৭টার মধ্যে সিলেট ৪৮ ব্যাটেলিয়ন বিজিবির নোয়াকোট, কালাইরাগ ও শ্রীপুর সীমান্ত দিয়ে ৪টি আলাদা গ্রæপে মোট ৫৫ জন পুশইন করে বিএসএফ।
বিজিবি জানিয়েছে, আটকরা সবাই বাংলাদেশি নাগরিক। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
আটক ৫৫ জনের মধ্যে সিলেট জেলার কালাইরাগ ও শ্রীপুর বিওপি এলাকা দিয়ে পুশইন করা হয় ৩৩ জনকে এবং সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি এলাকা দিয়ে ছনবাড়ী সীমান্ত দিয়ে ২২ জন।
আটকদের মধ্যে পুরুষ ১২ জন, নারী ৩৩ জন ও ১০ জন শিশু রয়েছে। এদের মধ্যে যশোর জেলার ১২ জন, নড়াইলের ২৩ জন, সিলেটের ৪ জন, সাতক্ষীরার ১০ জন এবং বরিশাল জেলার ২ জন। এছাড়াও কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ, ও নরসিংদী জেলার একজন করে রয়েছেন।
বিজিবি জানায়, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।