দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটে এক দিনে ২ লাশ উদ্ধার

দ্য সিলেট প্রতিবেদন:

ছবি: প্রতীকী।

সিলেট নগরীতে পৃথক ঘটনায় দুটি লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার নগরীর বালুচর ও বন্দবাজার এলাকা থেকে পুলিশ লাশগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নারী। অপরজন অজ্ঞাত পুরুষ।

জানা যায়, বুধবার ভোরে নগরীর বালুচর এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে শাহপরাণ (রহ.) থানাপুলিশ। নিহত ওই নারী জকিগঞ্জ উপজেলার পরচক এলাকার শফি আহমদ চৌধুরীর স্ত্রী নিশাত ফাতিমা চৌধুরী (৩০)। বর্তমানে বালুচর, আরামবাগ বাসা নং-৭/২, রশিদ মঞ্জিলে ভাড়া থাকেন।

পুলিশ জানায়, শফি আহমদ চৌধুরী ও নিশাত ফাতিমা চৌধুরীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার ভোরে নিশাত ফাতিমা চৌধুরী জানালার গ্রিলে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। জরুরী সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

শাহপরান থানার ওসি মো. মনির হোসেন জানান, নগরীর বালুচরের একটি বাসা থেকে নিশাতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।

এদিকে, নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানার পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে মধুবন মার্কেটের পাশে স্থানীয়রা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক বলেন, নিহতের বয়স আনুমানিক ৬০ বছর। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ