দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেটে এনসিপির ‘ব্লকেড কর্মসূচি’ পালিত

দ্য সিলেট প্রতিবেদন:

সংগৃহীত।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে সিলেটের বিভিন্ন পয়েন্টে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার বিকাল ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে তারা টায়ারে আগুন জ্বালিয়ে এই ব্লকেড কর্মসূচি প্রদর্শন করেন।

এসময় তারা ‘মুজিববাদ, মুর্দাবাদ’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ দাদার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে তারা রাস্তায় কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন। এসময় চৌহাট্টা পয়েন্টে যানজটের সৃষ্টি হয়।

পরবর্তীতে বিক্ষোভকারিরা মিছিল সহকারে নগরীর দক্ষিণ সুরমার চন্ডীপুল মোড়ে গিয়ে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধাঘন্টা পর অবরোধ তুলে নিয়ে তারা সড়কের দুপাশে অবস্থান নেন। এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিরোধী স্লোগান দেন তারা।

বিক্ষোভ মিছিলে জেলা ও মহানগর এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ