দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

ওসমানীনগরে চোরাই গাড়ীসহ চারজন আটক

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

ছবি: সংগ্রহ।

সিলেটের ওসমানীনগরে পুলিশের বিশেষ অভিযানে সিএনজিচালিত চোরাই একটি অটোরিক্সা ক্রয়-বিক্রয়কালে ৪ জনকে পুলিশ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার গোয়ালাবাজার গয়নাঘাটস্থ প্রভাতী ফিলিং স্টেশনের সামন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের আলী মিয়ার ছেলে জাকির হোসেন (৫০), একই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে রাজিব মিয়া (৩০), দেওয়ান মিয়ার ছেলে জুনাইদ মিয়া (৩০) ও ইয়াছিন মিয়ার ছেলে শিপন মিয়া (২০)।

এসময় রেজিস্ট্রেশনবিহীন দুই লাইটের প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের একটি সিএনজিচালিত অটোরিক্সা উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও ২/৩ জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সেই মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ