দ্য সিলেট ডেস্ক ||

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি মোবাইল ফোন তুলতে গিয়ে ৪ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার হরিণছড়া চা–বাগানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিণছড়া চা–শ্রমিক কৃষ্ণরবি দাস (২০), শ্রাবণ নায়েক (১৮), নিপেন (২৭) ও রানা নায়েক (১৬)। এছাড়া অসুস্থ রবি বুনার্জিও (২০) একই বাগানের শ্রমিক।
জানা গেছে, রাতে রানা নায়েক সেপটিং ট্যাংকের সামনে মোইল ফোনে গেম খেলছিলেন। হঠাৎ হাত ফসকে তার ফোন ট্যাংকে পড়ে যায়। রানা ফোনটি তুলতে সেপটিক ট্যাংকে নামেন। কিন্তু অনেকক্ষণ পরেও তিনি উঠে না আসায় তার ভাই শ্রাবন নায়েক ট্যাংকে নামেন। এভাবে একে একে পাঁচজন ট্যাংকের ভেতরে ঢুকে চারজন মারা যান।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন ‘আমরা ধারণা করছি, সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছি।’
তিনি আরও বলেন, দুর্গম এলাকা হওয়ায় তাদের হাসপাতালে আনতে সময় লেগেছে। মরদেহগুলো ওই হাসপাতালে রাখা আছে।