দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার আহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

বুধবার (৯ জুলাই) দুপুর ২টায় তামাবিল-সিলেট মহাসড়কের কাটাগাঙ মাহিন স্টোন ক্রাশারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

তামাবিল হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘটনার সময় জাফলংগামী একটি ট্রাকের সাথে বিপরীতমুখি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাথর বোঝাই ট্রাকের বা পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় হেলপার ইমন (১৬) গুরুতর আহত হন। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মনপুরা গ্রামের সেলিম মিয়ার ছেলে। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তামাবিল হাইওয়ে ওসি মোহাম্মদ হাবিবুর রহমান দ্য সিলেটকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ব্রেকফেল করার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ