দ্য সিলেট প্রতিবেদন ||

হবিগঞ্জের নবীগঞ্জে দুইদল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির আহ্বায়কসহ ১১ জনকে পুলিশ আটক করেছে। গতকাল মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে সোমবার (৭ জুলাই) দুপুরে নবীগঞ্জ বাজারে ব্যাপক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২ জন। আহত হয়েছেন শতাধিক লোক। সংঘর্ষে দোকানপাট, যানবাহন, বেসরকারি হাসপাতাল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, দুই সাংবাদিকের ব্যক্তিগত বিরোধ সামাজিক যোগাযোগমাধ্যমে কটুক্তির পর্যায়ে পৌঁছালে তাদের সমর্থনে দুটি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ায়। এক পক্ষের পক্ষে মৎস্যজীবী সম্প্রদায় ও অন্য পক্ষের পক্ষে অমৎস্যজীবীরা অবস্থান নেয়, যা সংঘর্ষকে সাম্প্রদায়িক রূপ দেয়।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান জানান, শহরে টহল জোরদার করা হয়েছে এবং দাঙ্গায় জড়িত সন্দেহে পৌর বিএনপির আহ্বায়ক ছালিকসহ ১১ জনকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, পরিস্থিতি শান্ত রাখতে নবীগঞ্জে ৯ জুলাই রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বর্ধিত করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, বাজার ও হাটগুলোতে বন্ধ রয়েছে সব কার্যক্রম।