দ্য সিলেট প্রতিবেদন:

সিলেট নগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত জাহাঙ্গীর আলম (৩৭) সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাবাড়ি এলাকার রফিকুল হকের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা পারাইরচক এলাকার রেললাইনের পাশে একটি আম গাছের ডালের সাথে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। যুবকটি তার পরনের শার্ট দিয়ে গাছের ডালের সাথে ফাঁস দেন। পরে মোগলাবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জাহাঙ্গীরের ভাই মো. আবু বক্করের মোগলাবাজার থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।