দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

নির্বাচনের তারিখ নিজেও জানেন না সিইসি

দ্য সিলেট ডেস্ক ||

ছবি: পুরনো (সংগ্রহ)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে, তা নিজেও জানেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (৮ জুলাই) নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলবো না। নির্বাচনের তারিখ তো আমি নিজেও জানি না। আমি আপনাদের জানাব। দুই মাস আগে জানাব, পুরো ডিটেইলস জানিয়ে দেব।

সিইসি আরও বলেন, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেইল জানিয়ে দেব। ভোটের তারিখের আগে একটু ধৈর্য ধরেন। যথাসময়ে আপনারা জানতে পারবেন।

তিনি বলেন, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই হচ্ছে সুযোগ। আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন, তাদের কাছে করজোরে আবেদন জানাব যে, আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে, সেটা থেকে আমরা-আপনারা উঠে আসুন।

সিইসি বলেন, আমরা প্রমাণ করতে চাই আমরা পারি, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা বাহিনী পারে- যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়।

এএমএম নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে। ইইউসহ অনেকেই চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। তবে বিগত তিন নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেবো না।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ