দ্য সিলেট ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৩ জন। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন।
মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এনিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুত ৫১ জনের মৃত্যু হলো। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে’তে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন মারা গেছেন।