দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা সাকিব গ্রেপ্তার

দ্য সিলেট প্রতিবেদন |

সংগৃহীত।

হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে (২৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার রাত ৮টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে সেনাবাহিনীর একটি অভিযানকারী দল তাকে গ্রেপ্তার করে। সাকিব পৌর শহরের উমেদনগরের বাসিন্দা।

হবিগঞ্জ সদর থানার ওসি একেএম সাহাবুদ্দীন শাহীন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্যসচিব মাহদী হাসানসজ ৪ জনকে পিটিয়ে আহত করার অভিযোগে সাকিবের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় সাকিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘন ও পদ-পদবি ব্যবহার করে মামলা–বাণিজ্যে যুক্ত এবং সহিংস কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ এনে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ