দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেটে পণ্যবাহি পরিবহন ধর্মঘটের সময়সীমা আরও বাড়ল

দ্য সিলেট প্রতিবেদন |

ছবি: সংগৃহীত।

সিলেটে ৫ দফা দাবিতে চলমান পণ্য পরিবহন ধর্মঘটের সমবয়সী আরও ২৪ ঘন্টা বাড়ানো হয়েছে। রবিবার (৬ জুলাই) নতুন সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য সিলেটকে বলেন, আগে ধর্মঘটের সময়সীমা ছিল ৪৮ ঘন্টা। এখন সেটা বাড়িয়ে ৭২ ঘন্টা করা হয়েছে। দাবি মানা না হলে মঙ্গলবার থেকে সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

পাঁচ দফা দাবিতে গতকাল শনিবার ভোর থেকে সিলেটে চলছে পণ্যবাহি পরিবহন ধর্মঘট। ৫ দফার মধ্যে রয়েছে- সিলেটের সব পাথর কোয়ারি চালু করা, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধ।

রবিবার সরেজমিনে সিলেট নগরের বেশ কিছু বাজার ঘুরে দেখা যায়, অনেকটা ঢিলেঢালা ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘট আহ্ববানকারিদেরও রাস্তায় অবস্থান করতে দেখা যায়নি।

এদিকে ধর্মঘটের কারণে সিলেটের কাচামাল ও ফল ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। তারা বলছেন পণ্যবাহি পরিবহন বন্ধ থাকায় দুই দিন থেকে কোথাও সঠিক সময়ে পণ্য পৌঁছানো যাচ্ছে না। এভাবে চলতে থাকলে তাদের পণ্যগুলো নষ্ট হয়ে যাবে। এতে তারা বেশ ক্ষতির মুখে পড়বেন বলে জানান।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, আমাদের যৌক্তিক বিগুলো বাস্তবায়ন না হলে আরোও কঠোর কর্মসূচি দেবো। সাথে জেলা প্রশাসকের অপসারণ চাইবো। সোমবারের পর থেকে সর্বাত্মক ধর্মঘট পালনের চিন্তাভাবনা আমাদের আছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ