দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটে আগুনে দ্বগ্ধ হয়ে মেকানিকের মৃত্যু

দ্য সিলেট প্রতিবেদন |

সংগ্রহ।

সিলেটের বিশ্বনাথ আগুনে দ্বগ্ধ হয়ে এক তরুণ মারা গেছেন। রোববার (৬ জুলাই) ভোরে ঢাকার একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত খালেদ আহমদ (২১) উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের লালা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, খালেদ আহমদ গাড়ির ওয়ার্কশপে কাজ করতেন। গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে তিনি খাবার শেষে তার কক্ষে শুয়ে পড়েন। রাত ২টার দিকে হঠাৎ খালেদের চিৎকার শুনতে পান পরিবারের লোকজন। তারা গিয়ে দেখেন খালেদের শরীরে আগুন জ্বলছে। এক পর্যায়ে শরীরে আগুন নিয়ে খালেদ পুকুরের পানিতে ঝাপ দেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান।

এ মৃত্যুকে ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন- খালেদ নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়েছেন। কারণ- তার কক্ষে বা কোনো আসবাবপত্রে আগুন লাগেনি।

বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন- খালেদ গাড়ি মেরামতের কাজ করতেন, শরীরে মবিল লাগানো ছিলো, সিগারেটের আগুন থেকে শরীরে আগুন লেগে যেতে পারে বলে আমাদের ধারণা। তবে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ