দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটে করোনা ও ডেঙ্গুতে আর দুইজন শনাক্ত

দ্য সিলেট প্রতিবেদন |

সংগৃহীত।

সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস এবং ডেঙ্গুতে আর দুইজন আক্রান্ত হয়েছেন।রবিবার সিলেট স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মোট ১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে একটি নমুনায় করোনার জীবাণু পাওয়া গেছে। এ সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ জন। আর মারা গেছেন দুইজন।

আক্রান্তদের মধ্যে সিলেটে হাসপাতাল শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ জন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ডেঙ্গুেত আরও একজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ বছর সিলেটে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ