দ্য সিলেট প্রতিবেদন |

হবিগঞ্জের মাধবপুরে ঘরে ঢুকে এক শিশুকে (৭) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ অভিযোগে শাহ আলম (৩৭) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। রোববার (৭ জুলাই) ভোরে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী শিশুটির মা জানান, গতকাল শনিবার দুপুরে তার মেয়েকে (৭) ঘরে রেখে একা রেখে জরুরি কাজে বাইরে যান। তখন প্রতিবেশী শাহ আলম তার শিশু মেয়েকে ধর্ষণ করেন। বাড়ি ফিরে দেখেন মেয়েটি কান্না করছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যাহ বলেন, এ ঘটনায় অভিযুক্ত শাহ আলমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।