দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট চলছে ঢিলেঢালা

দ্য সিলেট প্রতিবেদন:

সংগৃহীত।

পাথর কোয়ারি সচলসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।। শনিবার (৫ জুলাই) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘট নিয়ে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে মতবিরোধ থাকায় ধর্মঘটে দেখা গেছে ঢিলেঢালাভাব।

সিলেট জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘট আহ্বান করে। তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- সিলেটের সব পাথর কোয়ারি চালু করা, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধ।

শনিবার দুপুরে সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর, কালিঘাট, সোবহানীঘাটসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল অন্যদিনের তুলনায় অনেকটা কম। তবে কিছু কিছু ট্রাক, লরি চলাচল করছে। সড়কে ধর্মঘট আহ্ববানকারীদেরও অবস্থা করতে দেখা যায়নি।

জানা যায়, শনি ও রোববার সরকারি ছুটি ও পবিত্র আশুরা থাকায় শ্রমিকদের একটি পক্ষ এই দুদিন ধর্মঘট পালনের বিরুদ্ধে মত দেন। এই নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। অবশ্য সংগঠনের নেতারা ধর্মঘট চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, সিলেট জেলার সকল মালিক-শ্রমিক এক হয়ে ধর্মঘটে নেমেছেন। সর্বাত্মভাবেই ধর্মঘট পালিত হচ্ছে। তিনি বলেন, ৪৮ ঘন্টার মধ্যে আমাদের দাবি পুরণ না হলে সোমবার থেকে সকল পরিবহন ধর্মঘট কর্মসূচী শুরু হবে।

জানা যায়, আন্দোলনকারীদের দাবির মধ্যে অন্যতম ছিলা সিলেটের জেলা প্রশাসকের অপসারণ। তবে শেষ মূহূর্তে এই দাবি থেকে সরে এসেছেন তারা। দাবিতে বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে গত বুধবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ