দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

ওসমানীনগর প্রতিনিধি:

সংগৃহীত।

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক ও এনা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই রাজু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এসময় দুই বাসের চালক সহ আরো ১০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) উপজেলার কুরুয়া বাজার এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সোয়া ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কুরুয়া এলাকায় সিলেটমুখি এনা পরিবহন ও ঢাকাগামী ইউনিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিক বাসের হেলপার মারা যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজে যোগ দেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, নিহত রাজুর মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ