দ্য সিলেট ডেস্ক:

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শনিবার (৫ জুলাই) সকালে গুলশানের বাসায় মৃত্যু বরণ করেন তিনি। তার ভগ্নিপতি আশফাক কাদেরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৯টায় বাসায় মারা যান এটিএম শামসুল হুদা। মরদেহ ইউনাইটেড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর জানাজা ও দাফন কাজ সম্পন্ন হবে।
২০০৭ সালে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় এটিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন। তিনি কাজ করেন ২০১২ সাল পর্যন্ত। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন করে শামসুল হুদা কমিশন। ৮৭ শতাংশের বেশি ভোটারের উপস্থিতিতে সেই নির্বাচনে দেশের সবকটি রাজনৈতিক দল অংশ নেয়।