দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

রুদ্ধশ্বাস জয়ে সিরিজে টিকে রইল বাংলাদেশ

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগ্রহ।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানের এই এক রুদ্ধশ্বাস জয়ে সিরিজে টিকে রইলো বাংলাদেশ। সিরিজে এখন ১-১ সমতা। তিন ম্যাচের লড়াইয়ের ফয়সালা তাই কলম্বোতেই হয়ে গেল না। পাল্লেকেলে সফর পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে দুই দলকেই।

শনিবার কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪ ওভার ১ বল হাতে রেখে সবকটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কাকে ২৪৮ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এ ছাড়া ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়।

জবাবে ৪৮ ওভার ৫ বলে ২৩২ রানে অলআউট হয় লঙ্কানরা। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারিয়ে বসে শ্রীলঙ্কা। তবে শুরুর ধাক্কা সামাল দেন কুশল মেন্ডিস। নিশান মাদুশকাকে সঙ্গে নিয়ে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তিনি।

তিন উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করা লঙ্কানরা জয়ের পথেই ছিল। তবে হঠাৎ তাদের ব্যাটিং লাইনআপে ধস নামান বাংলাদেশি স্পিনাররা। ১৩২ রানে ৬ উইকেট হারানোর পর ভানিন্দু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জনাইথ লিয়ানাগে। তবে ১৩ রানের বেশি করতে পারেননি হাসারাঙ্গা।

এরপর মহেশ থিকশানাও বেশিক্ষণ টিকতে পারেননি। তানভীরের বলে আউট হন তিনি। এই উইকেট নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন এই স্পিনার।

শেষদিকে লিয়ানাগে একাই লড়াই করেছেন। তবে দলকে জয় এনে দিতে পারেননি, কেবল ব্যবধান কমিয়েছেন। ৮৫ বলে করেছেন ৭৮ রান করেন এই ব্যাটার।

বাংলাদেশের হয়ে ৫ উইকেট পেয়েছেন তানভীর। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন তানজিম সাকিব। একটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, মেহেদি মিরাজ ও শামীম হোসেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ