দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

নাসিরনগরে দুই গোত্রের লোকদের মধ্যে সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

মো. সোবেল মিয়া, নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোত্রের লোকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও ২০ আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

শনিবার (৫ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চাতলপার কাঁঠালকান্দি এলাকার উল্টা-গোষ্ঠী এবং মোল্লা গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষ সোহারাব খান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মোল্লা গোষ্ঠীর চান মিয়ার ছেলে। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

নিহত সোহারাব মোল্লা” ছিলেন ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে খবর পাওয়া গেছে।

নাসিরনগর থানার ওসি জানিয়েছেন, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়েছি। একজন নিহত হয়েছেন বলে শুনেছি। নিহতদের মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ