দ্য সিলেট প্রতিবেদন:

সিলেটের গোয়াইনঘাটে দোকানকোটা দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে পীরের বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় ইটাচকি গ্রামের বাবুল মিয়া ও খলামাধব গ্রামের আলা উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপি এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলার টেংনাগুল গ্রামের জামাল মিয়া জানান, আওয়ামী লীগের আলা উদ্দিন ও তার লোকজন দীর্ঘ দিন থেকে আমাদের ১০টি দোকানকোটা দখল করে আছে। কোর্টের আদেশ পেয়ে আমরা দোকানে আসলে তারা আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিনের ছেলে রুবেল আহমদ। তিনি জানান, আমার চাচা আপ্তাব উদ্দিনসহ কয়েকজন দলিল মূলে ওই জায়গার বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে এ জায়গা ভোগদখল করে আসছেন। গত কিছু দিন আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিলেট এই জায়গার সত্ব সমাধানের জন্য উভয় পক্ষেকে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার জন্য বলেন। কিন্ত, এটা না করে বাবুল মিয়া পক্ষের লোকজন আমাদের দোকানে ও ঘরে হামলা চালায়। তাদের হামলায় আমাদের পক্ষের অন্তত ৮-১০ জন গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, সংঘর্ষের পূর্বেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন। পুলিশ চলে আসার পরই দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।