দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেটে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্রসহ দুইজন আটক

দ্য সিলেট প্রতিবেদন |

ছবি: সংগৃহীত।

সিলেট নগরীতে ধিপত্য নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সিলেট নগরীর টিলাগড়ে সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয় হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রদল নেতা আব্দুস সামাদ লস্কর মুনিম ও আব্দুস সালাম টিপু গ্রুপের মধ্যে টিলাগড়ে আধিপত্য নিয়ে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মিনহাজ উদ্দীনকে মারধরের ঘটনায় এ সংঘর্ষ বাঁধে। অভিযোগ, মুনিম গ্রুপের কর্মীরা মিনহাজের ওপর হামলা চালায়। এর জেরে টিপু গ্রুপের নেতাকর্মীরা পাল্টা হামলা করে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় গ্রীনহিল স্টেট কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন এবং জামান গ্রুপের কর্মী আসফিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করে যৌথবাহিনি। আহত অবস্থায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ওসি মনির হোসেন জানান, আটক দুইজনকে সেনাবাহিনী থানায় সোপর্দ করেছে। আহত থাকায় তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ